349431

ভাস্কর্যকে ইতিহাস ঐতিহ্যের অংশ মনে করে আমিরাত: রাষ্ট্রদূত

ভাস্কর্যকে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির অংশ বলে মনে করে সংযুক্ত আরব আমিরাত। এমন মন্তব্য করেছেন প্রায় শতভাগ মুসলমানের দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল্লাহ আলী আলহামৌদি।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত।

এ সময় বাংলাদেশে চলমান ভাস্কর্য বিরোধীতার প্রসঙ্গ নিয়ে জানতে চাইলে, আরব আমিরাতের দূত হেসে ওঠেন। তিনি বলেন, ‘শত বছর ধরে আমাদের দেশেও ভাস্কর্য আছে। ভাস্কর্য ইতিহাস আর সংস্কৃতির অংশ।’
এদিন একই রকম মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরানও।

তিনি আজ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে ভাস্কর্য নিয়ে একই কথা বলেন।

এর আগেও তুর্কি দূতও ভাস্কর্য ইস্যু নিয়ে কথা বলেন। গেলো ২ ডিসেম্বর তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে জানান, তুরস্কের রাজধানী আঙ্কারায় এরদোয়ান সরকারের অর্থায়নে নির্মিত হবে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য। পাশাপাশি তুরস্ক সরকারের অর্থায়নে ঢাকায়ও নির্মিত হবে আধুনিক তুরস্কের জাতির পিতা কামাল আতাতুর্কের ভাস্কর্য।

ad

পাঠকের মতামত