349405

রোমানিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

রোমানিয়ার লিবারেল প্রধানমন্ত্রী লুদোভিক অরবান প্রধানমন্ত্রীর পদ থেকে সোমবার সন্ধ্যায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার পার্লামেন্ট নির্বাচনে তার পিএনএল দলের বিপর্যয় দেখা দেয়ার এক দিন পর তিনি এ পদ থেকে সরে দাঁড়ালেন। খবর নিউইয়র্ক টাইমসের।

বিরোধী বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটসের কাছে পিএনএলের পরাজয়ের পর টেলিভিশনে প্রচারিত এক ভাষণে সোমবার অরবান বলেন, আমি আজ আমার পদত্যাগপত্র জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বুথফেরত জরিপে মাত্র ৩২ শতাংশ ভোট পাওয়ার আভাস পাওয়ার পরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন রোমানিয়ার প্রধানমন্ত্রী।

ad

পাঠকের মতামত