348687

মন্ত্রীর ডাকে সাড়া না দেওয়ায় বিদ্যার শুটিং বন্ধ!

মধ্য প্রদেশের জঙ্গল এলাকায় কয়েক সপ্তাহ ধরে শুটিং চলছে বিদ্যা বালান অভিনীত ‘শেরনী’ সিনেমার। সেখানে শুটিংয়ের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ অনুমতিও নেওয়া ছিল টিমের। কিন্তু নির্দিষ্ট দিনে প্রডাকশন টিম সেখানে পৌঁছাতে না পারায় অনুমতি বাতিল করা হয়।

এখানে ঘটে বিপত্তি। ইউনিট লোকেশনে ঢুকতে চাইলে তাদের বাধা দেয় ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে। ‘শেরনী’ সিনেমাটি পরিচালনা করছেন অমিত মসুরকার। বিদ্যা বালান ছাড়াও এ সিনেমায় ইলা অরুণ ও বিজয় রাজকেও দেখা যাবে।

তবে শুটিং ইউনিটের লোকজন বলছেন ভিন্ন কথা। মধ্য প্রদেশের মন্ত্রী বিজয় শাহ ডিনারের আমন্ত্রণ করেছিলেন বিদ্যা বালানকে। সে ডিনারে যেতে রাজি হননি বিদ্যা বালান । তারপরই নাকি শুটিংয়ের অনুমতি বাতিল করা হয়। যদিও এ অভিযোগকে উড়িয়ে দিয়েছেন মন্ত্রী। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি কোনো নিমন্ত্রণ পাঠাইনি। বরং ওরা আমাকে নিমন্ত্রণ করেছিল, যেটা ব্যস্ততার কারণে ‘না’ করে দিয়েছি। ডিনার বাতিল হয়েছে, শুটিং নয়।’

ad

পাঠকের মতামত