346817

রাসূল সা:-এর লম্বা সালাত

আবু সাঈদ আল খুদরি রা: থেকে বর্ণিত : তিনি বলেন, জোহরের সালাত শুরু হয়ে যেত। অতঃপর কোনো ব্যক্তি প্রয়োজন (প্রস্রাব-পায়খানা) পূরণের জন্য ‘বাকি’ নামক স্থানে যেত। সে নিজের প্রয়োজন সেরে অজু করে এসে দেখত-রাসূলুল্লাহ সা: তখনো প্রথম রাকাতেই আছেন। তিনি সালাত এতটা লম্বা করতেন। (সহিহ মুসলিম : ৯০৭, ইফা : ৯০২)

সূত্র: নয়া দিগন্ত

ad

পাঠকের মতামত