346490

দ্রুত সরকার গঠনের ইঙ্গিত বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক || যুক্তরাষ্ট্রের সদ‌্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন সরকার গঠনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। একইসঙ্গে তার প্রশাসনের শুরুর দিনগুলোতে করোনাভাইরাসের বিষয়ে জোর দেবেন বলে জানিয়েছেন।

রোববার (০৮ নভেম্বর) এ বিষয়ে বাইডেন বলেন, সাবেক সার্জন জেনারেল ড. বিবেক মুর্থি এবং সাবেক খাদ‌্য ও ওষুধ প্রশাসনের কমিশনার ডেভিড কেসলারের নেতৃত্বে একটি টিম গঠন করা হবে। টিমের অন‌্য সদস‌্যদের নাম শিগগিরই জানানো হবে।

চলতি সপ্তাহে বাইডেন তার এজেন্সি রিভিউ টিম ঘোষণা করবেন বলে জানিয়েছেন ট্রানজেশন টিমের কর্মকর্তারা। টিমের সদস‌্যরা ঝুলে থাকা বিভিন্ন নিয়মনীতিসহ আনুষঙ্গিক তথ‌্য সংগ্রহ করবেন, যা তাকে দায়িত্ব বুঝে নেওয়ার বিষয়ে সাহায‌্য করবে।

এদিকে একটি সংবাদমাধ‌্যমে দেওয়া সাক্ষাতকারে বাইডেনের সহকারী প্রচারণা ম‌্যানেজার কেট বেডিংফিল্ড বলেছেন, মার্কিন জনগণ দ্রুত সামনের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে তাকিয়ে আছেন। তবে ক্ষমতা হস্তান্তরে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কতটা সহযোগিতা করবেন, এখন তা দেখার বিষয়।

ad

পাঠকের মতামত