346513

আমিরাতে আলো ছড়াচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

করোনা পরবর্তী অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে নতুন নতুন বিনিয়োগ শুরু করছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে রেস্তোরাঁ ব্যবসার প্রতি অতিমাত্রায় ঝুঁকে পড়েছেন তারা।

করোনা পরবর্তী সময়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন প্রায় দুই শতাধিক নতুন রেস্তোরাঁ চালু হয়েছে। কর্মসংস্থান ও লাভের বেশি সুযোগ থাকায় এই ব্যবসার প্রতি আগ্রহী হয়ে ওঠার কথা জানিয়েছেন উদ্যোক্তারা।

বাংলাদেশ দূতাবাস কনস্যুলেটের পক্ষ থেকেও রেস্তোরাঁসহ ছোট ছোট বিনিয়োগে প্রবাসীদের আগ্রহী করে তোলা হচ্ছে। এরই মধ্যে যেসব রেস্তোরাঁ উদ্বোধন করা হয়েছে সেগুলোতে দূতাবাস বা কনস্যুলেট কর্মকর্তাদের উপস্থিতি দেখা গেছে।

প্রবাসী কমিউনিটির অভিমত এই মুহূর্তে কর্মহীন প্রবাসীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে যেভাবে বিনিয়োগ করা হচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতারও আবেদন জানান তারা।

ad

পাঠকের মতামত