346444

দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি রিয়াদ ভাই, মহান আল্লাহতায়ালা আমাদের সবাইকে নিরাপদে রাখুন: মুশফিক

স্পোর্টস ডেস্ক : রোববার হঠাৎ দুঃসংবাদ ভর করল বাংলাদেশ ক্রিকেট শিবিরে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এমন খবরের পর দুশ্চিন্তায় পড়ে গেছেন মুশফিক-মেহেদীরা।

অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়েছেন তারা। মাহমুদউল্লাহ রিয়াদের করোনা পজিটিভ নিশ্চিতের পর নিজের ফেসবুক পেজে মুশফিক লিখেছেন– ‘দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি রিয়াদ ভাই। আশা করি, আপনি শিগগিরই ফিরে আসবেন। মহান আল্লাহতায়ালা আপনার পরিবার ও আমাদের চারপাশের সবাইকে নিরাপদে রাখুন।’

টাইগার ওপেনার ইমরুল কায়েস লিখেছেন, ‘মাহমুদউল্লাহ ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি। ইনশাআল্লাহ শিগগিরই ফিরে আসার প্রত্যাশায়।’

স্পিনার মেহেদী হাসান লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন মাহমুদউল্লাহ ভাই। আমরা আপনার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’
তরুণ স্পিনার নাঈম হাসান লিখেছেন, ‘আপনার দ্রুত সুস্থতা কামনা করছি মাহমুদউল্লাহ ভাই।’

নাজমুল ইসলাম অপু লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন মাহমুদউল্লাহ ভাই।’ বাদ যাননি প্রেসিডেন্টস কাপের ফাইনালে দুর্দান্ত বোলিং করা তরুণ পেসার সুমন খানও। তিনি লিখেছেন, ‘মাহমুদউল্লাহ ভাই করোনা পজিটিভ। সবাই দোয়া করবেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন।’

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় খেলতে পারছেন না বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। রোববার পিএসএল খেলতে করাচি যাওয়ার কথা ছিল তার। এদিকে সুযোগ পেয়েও খেলতে না পেরে হতাশাই প্রকাশ করেছেন মাহমুদউল্লাহ।

ইএসপিএন ক্রিকইনফোকে বাংলাদেশ দলের এই তারকা অলরাউন্ডার বলেছেন, করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় আমি অবাক হয়েছি। আমার জ্বর ছিল না। অন্য কোনো উপসর্গও নেই। শুধু খানিকটা ঠাণ্ডা লেগেছিল। পিএসএলে সুযোগ পাওয়ার পরও খেলতে না পারায় আমি হতাশ।

ad

পাঠকের মতামত