346334

২৮ বছর পর আর্মেনিয়ার শুশায় শোনা যাবে আজান

দীর্ঘ ২৮ বছর পর আর্মেনিয়ার শুশা শহরে আজানের ডাক শোনা যাবে। রোববার আর্মেনীয় দখল থেকে কারাবাখের দ্বিতীয় এ শহরটি মুক্ত করার পর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ ঘোষণা দেন। খবর আল জাজিরা ও ডেইলি সাবাহর।

১৯৯২ সালের ৮মে শুশা আর্মেনিয়ার বাহিনী দখল করে। আপার কারাবাখ অঞ্চলের একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ শহর শুশা। আজেরি প্রেসিডেন্ট বলেন, আমরা বিশ্বকে প্রমাণ করব কারাবাখ ঐতিহ্যগতভাবে আজারবাইজানের অঞ্চল। বহু বছর পর এখন সেখানে আজানের ধ্বনি শোনা যাবে।

রাজধানী বাকুতে শহীদদের উদ্দেশে এক ভাষণে তিনি বলেন, আমরা ধারাবাহিকভাবে জয়ের দিকে এগিয়ে চলছি। যদি আর্মেনিয়ার নেতারা আমাদের দাবির সাড়া না দেয়, আমরা এর শেষ পর্যন্ত যাব।

২৭ সেপ্টেম্বর থেকে নাগোরনো-কারাবাখে নতুন করে সংঘাতে জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া। সর্বশেষ যুক্তরাষ্ট্রের মধ্যাস্থতায় তৃতীয় যুদ্ধবিরতি লঙ্ঘন করে। আর্মেনীয় হামলার এ পর্যন্ত শতাধিকের বেশি আজারবাইজানি বেসামরিক নাগরিক নিহত হয়।

ad

পাঠকের মতামত