345969

বাইডেন আর হোয়াইট হাউসের মধ্যে ফারাক ‘৬’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলের অপেক্ষায় বিশ্ববাসী। এরইমধ্যে ৪৫ টি অঙ্গরাজ্যের ফল ঘোষণা করা হয়েছে। বাকি ৫ অঙ্গরাজ্যের ফল ঘোষণা। ঘোষিত ফলে দেখা যাচ্ছে ২৬৪ ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। ‘২৭০’ এর ম্যাজিক ফিগার ছুঁতে তার বাকি মাত্র ৬ টি ইলেকটোরাল ভোট। আর তাই তো আন্তর্জাতিক গণমাধ্যম শিরোনাম করেছে বাইডেন আর হোয়াইট হাউসের মধ্যে ফারাক মাত্র ‘৬।’

পাকিস্তানের নির্ভরযোগ্য গণমাধ্যম ডনের শিরোনাম- ‘হোয়াইট হাউস আর বাইডেনের মধ্যে ব্যবধান মাত্র ৬ ইলেকটোরাল ভোট।

নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা গেছে, ৬ ইলেকটোরাল ভোটের অঙ্গরাজ্য নেভাদায় জয়ী হলেই প্রেসিডেন্ট হবেন বাইডেন। সেখানে বাইডেন এগিয়েও আছেন। এপির খবরে বলা হয়েছে, নেভাদায় দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। জো বাইডেন ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর ট্রাম্প এখন পযর্ন্ত ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে এ পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৬৪টি। নেভাদায় ছয়টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হলেই ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বাইডেন।

এ ছাড়া এখন পর্যন্ত যেসব রাজ্যের ভোটের ফল পাওয়া যায়নি, সেগুলোর মধ্যে আলাস্কায় রয়েছে তিনটি ইলেকটোরাল ভোট, জর্জিয়ায় ১৬, নর্থ ক্যারোলিনায় ১৫ এবং পেনসিলভানিয়ায় ২০টি। নেভাদায় বাইডেনের জয় নিশ্চিত হলে, অন্য সব রাজ্যেও যদি ট্রাম্প জেতেন, তা হলেও তার ইলেকটোরাল ভোট দাঁড়াবে ২৬৮টিতে। ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারবেন না ট্রাম্প। সে ক্ষেত্রে ট্রাম্পকে নেভাদায়ও জিততে হবে।

ব্যাটলগ্রাউন্ড রাজ্যটিতে সাম্প্রতিক বছরগুলোতে ডেমোক্র্যাটদের সমর্থন বেড়েছে। তবে ২০০০ ও ২০০৪ সালের নির্বাচনে রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ এ রাজ্যে জয় পান।

ট্রাম্প (২১৪)

আলাবামা (৯), আরকানসাস (৬), ফ্লোরিডা (২৯), আইদাহো (৪), ইন্ডিয়ানা (১১), আইওয়া (৬), কানসাস (৬), কেন্টাকি (৮), লুইজিয়ানা (৮), মেইন (১), মিসিসিপি (৬), মিসৌরি (১০), মন্টানা (৩), নেবরাসকা (৪), নর্থ ডাকোটা (৩), ওহাইয়ো (১৮), ওকলাহোমা (৭), সাউথ ক্যারোলাইনা (৯), সাউথ ডাকোটা (৩), টেনিসি (১১), টেক্সাস (৩৮), ইউটাহ (৬), ওয়েস্ট ভার্জিনিয়া (৫) ও ওয়েমিং (৩)।

বাইডেন (২৬৪)

অ্যারিজোনা (১১), ক্যালিফোর্নিয়া (৫৫), কলোরাডো (৯), কানেকটিকাট (৭), ডেলওয়্যার (৩), ডিস্ট্রিক্ট অব কলোম্বিয়া (৩), হাওয়াই (৪), ইলিনয় (২০), মেইন (৩), ম্যারিল্যান্ড (১০), ম্যাসাচুসেটস (১১), মিশিগান (১৬), মিনেসোটা (১০), নেবরাসকা (১), নিউ হ্যাম্পশায়ার (৪), নিউজার্সি (১৪), নিউ মেক্সিকো (৫), নিউইয়র্ক (২৯), ওরগেন (৭), রোড আইল্যান্ড (৪), ভারমন্ট (৩), ভার্জিনিয়া (১৩), ওয়াশিংটন (১২) ও উইসকনসিন (১০)।

ফল বাকি আছে– আলাক্সা (৩), জর্জিয়া (১৬), নেভাদা (৬), নর্থ ক্যারোলাইনা (১৫) ও পেনসিলভানিয়া (২০)।

ad

পাঠকের মতামত