345893

লড়বেন ট্রাম্প, মোকাবিলায় প্রস্তুত বাইডেনের আইনজীবীরা

মার্কিন নির্বাচনে ভোট গণনা ঠেকাতে ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিয়েছেন। এরই প্রেক্ষিতে ডেমোক্র্যাট দলীয় প্রচার শিবির আইনজীবীদের একটি দল প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন বাইডেনের নির্বাচনী প্রচারণা বিভাগের ব্যবস্থাপক জেন ও ম্যালি ডিলন ।

বুধবার বাইডেনের নির্বাচনী প্রচারণা বিভাগের ব্যবস্থাপক জেন ও ম্যালি ডিলন এক বিবৃতিতে বলেছেন, যদি প্রেসিডেন্ট তার হুমকি অনুযায়ী ভোটের যথাযথ সারণী তৈরি ঠেকাতে আদালতে যান, তাহলে এই প্রচেষ্টা প্রতিরোধের জন্য আমাদের আইনি দল প্রস্তুত রয়েছে।

বুধবার মধ্যরাতে হোয়াইট হাউসের ইস্ট রুমে দেয়া ভাষণে নিজের জয়ের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, সত্যি বলছি, আমরা এই নির্বাচনে জিতেছি। তবে কোনও ধরনের প্রমাণ উপস্থাপন ছাড়াই নির্বাচনে কারচুপি হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

ট্রাম্প বলেন, এটা মার্কিন জনগণের সঙ্গে প্রতারণা। নির্বাচনী ফল নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, আমরা সুপ্রিম কোর্টে যাব। আমরা ভোট গণনার কার্যক্রম এই মুহূর্তে বন্ধ চাই। যুক্তরাষ্ট্রের জন্য এটি খুবই দুঃখজনক একটি মুহূর্ত।

ad

পাঠকের মতামত