344956

সর্বোচ্চ শা’স্তির অপেক্ষায় রিফাতের বাবা

বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হ’ত্যা মা’মলায় ১৪ কিশোর আ’সামির রায় কিছুক্ষণের মধ্যে ঘোষণা করা হবে। ছেলে হ’ত্যার সর্বোচ্চ শা’স্তির আশায় আ’দালতপাড়ায় প্রতীক্ষার প্রহর গুণছেন বাবা দুলাল শরীফ। বরগুনা জেলা শিশু আ’দালতের বি’চারক মো. হাফিজুর রহমান কিছুক্ষণের মধ্যেই এ রায় ঘোষণা করবেন।’

নি’হত রিফাত ফরাজীর বাবার দুলাল ফরাজী বলেন, আমার একমাত্র ছেলেকে যারা নি’র্মমভাবে খু’ন করেছে তাদের সর্বোচ্চ শা’স্তির অপেক্ষায় আছি। আমার ছেলের হত্যার এমন রায় আশা করছি যা বরগুনা নয় সারা বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার নারী ও শিশু আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, মা’মলাটির রায়ের জন্য পূর্ব নির্ধারিত সময় বেলা ১১ টা দিকে। তবে একটু বিলম্ব হচ্ছে তবে বেলা ১২ দিকে বিচারক রায় পড়া শুরু করবেন।

জানা যায়, রিফাত শরীফ হ’ত্যা মা’মলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আ’সামির বি’রুদ্ধে ৭৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর সব আসামির পক্ষে-বিপক্ষে আ’দালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন সংশ্লিষ্ট আইনজীবীরা। ওই দিন আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিখণ্ডন শেষ করেন। এর পর আদালতের বিচারক রায়ের দিন ধার্য করেন।

অপ্রাপ্তবয়স্ক আ’সামিরা হলো- মো. রাশিদুল হাসান রিশান ফরাজী (১৭), মো. রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), মো. আবু আবদুল্লাহ রায়হান (১৬), মো. ওলিউল্লাহ অলি (১৬), জয় চন্দ্র সরকার চন্দন (১৭), মো. নাইম (১৭), মো. তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান নিয়ামত (১৫), মো. সাইয়েদ মারুফ বিল্লাহ মহিবুল্লাহ (১৭), মারুফ মল্লিক (১৭), প্রিন্স মোল্লা (১৫) রাতুল সিকদার জয় (১৬) ও আরিয়ান হোসেন শ্রাবণ (১৬)। রায়ের দিন তাদের সবাইকে আ’দালতে হাজির থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

চলতি বছরের গত ১ জানুয়ারি নি’হত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ১০ আ’সামির বি’রুদ্ধে বরগুনার জেলা ও দায়রা জজ আ’দালতের বি’চারক মো. আছাদুজ্জামান অভি’যোগ গঠন করেন।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর নি’হত রিফাত শরীফের স্ত্রী মিন্নিকে অ’ভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক ২৪ জনের নামে পৃথক দুটি অ’ভিযোগপত্র আদা’লতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ূন কবির।

এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ ও অপ্রাপ্তবয়স্ক ১৪ জন। ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান মিন্নিসহ ৬ আ’সামিকে মৃত্যুদ’ণ্ড ও ৪ আসা’মিকে খালাস দেন।

ad

পাঠকের মতামত