345046

কাতারে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশিদের রেস্তোরাঁ ব্যবসা

কাতারে করোনার কারণে দীর্ঘদিন রেস্টুরেন্ট ব্যবসায় ব্যাপক ধস দেখা দিয়েছিল। বিপাকে পড়েছিলেন প্রবাসী বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। বিধিনিষেধ উঠে যাওয়ায় আবারো ঘুরে দাঁড়াচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা। অনেকে আবার নতুন করে শুরু করেছেন। ক্ষতি কাটিয়ে ভালভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যশা তাদের।

কাতার প্রবাসী বাংলাদেশি হোটেল ব্যবসায়ীরা জানান, দীর্ঘ সাত মাস যাবত ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। বিশেষ করে রেস্তোঁরা ব্যবসায়ীরা। ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে এখন।

‘পরিস্থিতি আরেক চেয়ে ভালো। সবাই ব্যবসা শুরু করছে। বেচাকেনাও ভালো চলছে। এ অবস্থা অব্যাহত থাকলে আমরা আশা করি খুব তাড়াতিাড়ি ঘুরে দাঁড়াতে পারবো।’

‘সরকার প্রণোদনাসহ নানাভাবে আমাদের সহায়তা করছে। করোনা সংক্রমণ যদি আর না বাড়ে তাহলে আগের মতো পরিস্থিতি ফিরতে পারবো আমরা।

কাতারের বিভিন্ন সিটিতে বাংলাদেশিদের মালিকানাধীন প্রায় ৫০০ রেস্টুরেন্ট রয়েছে। ধারণা করা হচ্ছে এই খাতে ভিনদেশি ও স্বদেশি রেস্টুরেন্টে কর্মরত রয়েছেন ১০ হাজারের বেশি বাংলাদেশি।

ad

পাঠকের মতামত