344855

ফরাসি রাষ্ট্রদূতকে তলব ইসলামাবাদের

ইসলাম নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতিবাচক মন্তব্যে বিশ্বের অধিকাংশ মুসলিমদেশগুলোতে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। বয়কট করা হচ্ছে ফ্রান্সে পণ্যে। ম্যাক্রোঁর মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ইসলামের বি’রুদ্ধে উসকানিমূলক বক্তব্যের কারণে পাকিস্তানে থাকা ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছে ইসলামাবাদ।

পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কুরেশি দেশটির সংবাদমাধ্যম জিও টিভিকে জানান, সভ্য দেশগুলোর উচিত মুসলিম অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, ‘বর্ণবাদী ধারণার প্রচার, অন্যান্য ধর্মের মানহানি ও উপহাস, ধর্মীয় ব্যক্তিত্বের অব’জ্ঞান, ঘৃ’ণ্য বক্তব্য এবং স’হিংসতা প্ররোচিত করার ক্ষেত্রে এই মৌলিক স্বাধীনতার প্রকাশের অনুমতি নেই।’

এর আগে, পাকিস্তান ফ্রান্স ইস্যুতে ফেসবুক থেকে ইসলামবিদ্বেষী কন্টেন্ট নি’ষিদ্ধ করতে জাকারবার্গের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী ইমরান খান।

ad

পাঠকের মতামত