343687

চীনে ২৪ বিদেশির করোনা শনাক্ত

চীনে নতুন করে আরো ২৪ জন করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া এসব রোগীদের সবাই বিদেশি বলে জানা গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। এ নিয়ে দেশটিতে মোট বিদেশি আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮৪ জনে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ১১ জন শাংহাইর, পাঁচজন ইনার মঙ্গোলিয়ায়, তিয়ানজিন, জিয়াংসু ও গুয়াংডং-এ দুইজন করে ৬ জন। ফুজিয়ান ও চংকিংয়ের একজন করে মোট দুইজন।

বিদেশি রোগীদের মধ্যে ২ হাজার ৮৪৪ জনকে সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া আরো ২৪০ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছে বলে। বিদেশি রোগীদের মধ্য থেকে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে সর্বপ্রথম করোনা শনাক্ত করে হয়ে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৬৪৬ জন। এছাড়া মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের।

সূত্র- সিনহুয়া

ad

পাঠকের মতামত