343486

স্ত্রীর জন্য আবারো দোয়া ভিক্ষা চাইলেন শামীম ওসমান

অ’সুস্থ স্ত্রী’ সালমা ওসমান লিপির জন্য আবারো নারায়ণগঞ্জ তথা দেশবাসীর কাছে দোয়া ভিক্ষা চেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান।

বুধবার (১৪ অক্টোবর) সকালে তিনি বলেন, গত তিন মাস ধরে আমি ছাড়া পরিবারের সকল সদস্যই অ’সুস্থ হয়েছেন। করো’নায় আ’ক্রান্ত হয়েছেন। আমি মনে করি মহান আল্লাহ সুবানাতালা আমাদের পরীক্ষা নিচ্ছেন। আমি সবার দোয়া ভিক্ষা চাই।

গত মাসের মাঝামাঝি সে (লিপি ওসমান) করো’নায় আ’ক্রান্ত হয়েছিল। এরপর ছে’লে অয়ন ওসমান, তার স্ত্রী’ ও নাতি করো’নায় আ’ক্রান্ত হয়। পরবর্তীতে আল্লাহর রহমতে ও মানুষের দোয়ায় তারা একে একে সুস্থ্য হয়ে উঠে। কিন্ত গত কয়েকদিন আগে আকষ্মিকভাবে লিপি ওসমান অ’সুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতা’লে ভর্তি করা হয়।

বর্তমানে ল্যাবএইড হাসপাতা’লে চিকিৎসাধীন আছেন। এখন আমাদের মানুষের দোয়া দরকার। আল্লাহ মানুষের দোয়া কবুল করেন। আমি আমা’র স্ত্রী’সহ পরিবারের সকল সদস্যের জন্য দোয়া ভিক্ষা চাচ্ছি। পরশুদিন শুক্রবার। জুমআর দিন। পবিত্র এই দিনে আপনাদের কারো না কারো হাতের উছিলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমা’র স্ত্রী’কে সুস্থ করে তুলবেন।

শামীম ওসমান বলেন, এ পর্যন্ত মানুষের দোয়া ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সুস্থ হয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরা। আমাকেও আপনাদের দোয়ায় আল্লাহ সুবহানাতালা এখন পর্যন্ত সুস্থ্য রেখেছেন। তাই আমি সবার কাছে দোয়া ভিক্ষা চাই।

উল্লেখ্যকরো’না সঙ্কটে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ‘মমতাময়ী মা’ উপাধি পেয়েছেন জে’লা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের স্ত্রী’ সালমা ওসমান লিপি। করো’নার প্রার্দুভাব শুরু হওয়ার প্রথম থেকেই তিনি কর্মহীন, দু:স্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন।

করো’নার ভ’য়বহতায় মানুষের কাছাকাছি যেতেন না পারলেও বিভিন্ন মাধ্যমে অসহায় মানুষের খোঁজ নিয়েছেন। অনেকে তাকে ফোন করেও তাদের অসয়াত্বের কথা বলেছেন। তিনি সাথে সাথে সেই অসহায় মানুষের বাসায় স্বেচ্ছাসেবীর মাধ্যমে সহায়তা দিয়েছেন।

সব শেষে গত মাসে নিজে করো’নায় আ’ক্রান্ত হয়েও নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল দেওভোগ এলাকায় সড়ক দুর্ঘ’টনায় গুরুতর আ’হত প্যারালাইজড রোগী কাবিলের বাড়িতে স্বেচ্ছাসেবী পাঠিয়ে আর্থিক সহায়তা দান করেন। এবং নিজে কাবিলের স্ত্রী’ নুপুরের সঙ্গে মুঠোফোনে কথা বলে শান্তনা দিয়েছেন।

অসহায় খেলোয়ারের পাশে দাঁড়িয়েছেন লিপি ওসমান। তার সহযোগিতায় ওই খেলোয়ার আবারো মাঠে ফিরে এসেছে। এমন অনেক উদাহরন সৃষ্টি করে লিপি ওসমান ‘মমতাময়ী মা’ উপাধি পেয়েছেন।

ad

পাঠকের মতামত