343474

এসআই আকবরের বাড়ি দেখতে আসছে উৎসুক জনতা

সিলেটে পুলিশ হেফাজতে আ’সামি রায়হানের মৃত্যুর ঘটনার পর থেকে আলোচিত পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উৎসুক জনতা আসছেন। এলাকাবাসীসহ তার স্বজনরা চান, এ ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘ’টনা বের হয়ে আসুক।

বিভিন্ন গণমাধ্যমে ঘটনা জানার পর আশুগঞ্জের বগইর গ্রামে পুলিশের উপপরিদর্শক আকবরের দৃষ্টিনন্দন বিলাসবহুল বাড়িতে ভিড় করেন স্বজনসহ উৎসুক জনতা। পুলিশ হেফাজতে সাধারণ মানুষের মৃত্যু গু’রুতর অপ’রাধ উল্লেখ করে তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। ২০১৪ সালে পুলিশ বিভাগে এএসআই পদে যোগ দেন শিক্ষক জাফর আলী ভূইয়ার বড় ছেলে আকবর হোসেন। এরপর উপপরিদর্শক হিসেবে পদোন্নতি হয় তার।

গত শনিবার রাতে রায়হান নামে এক যুবককে গ্রে’ফতারের পর নি’র্যাতন করে পুলিশ হেফাজতে মৃত্যুর অ’ভিযোগ ওঠে ফাঁড়ির ইনচার্জ আকবরের বি’রুদ্ধে। এর পর থেকে গাঢাকা দেন আকবর।

আকবরের ছোট ভাই জানান, গত রোববার বিকেলে ভাইয়ের সঙ্গে কথা হয়। তখন তিনি বলেন, আমাদের ফাঁড়িতে একটি ছেলে ‘মা’রা গেছে; সে জন্য একটা ঝা’মেলা হয়েছে। আমার জন্য দোয়া করো।

সময় টিভি

ad

পাঠকের মতামত