343224

একজনের কারণে ৫ দিনে ৯০ লাখ মানুষকে পরীক্ষার সিদ্ধান্ত

চীনের কিওডাং কর্তৃপক্ষ মাত্র ৫ দিনে শহরের ৯০ লাখ বাসিন্দার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব আছে কিনা তা পরীক্ষা করবে। বিদেশ ফেরত করোনা আক্রান্ত এক ব্যক্তি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার থেকে ১২ জন ব্যক্তি করোনা আক্রান্ত হন। এরপরই শহর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

মে মাসে বৈশ্বিক করোনার কেন্দ্রস্থল উহানের ১ কোটি ১০ মানুষের নমুনা পরীক্ষা করে চীনা কর্তৃপক্ষ। দেশটি করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপকভাবে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনা আক্রান্তের উচ্চহার, সংক্রমণের তীব্রতা ঠেকাতে লকডাউন বিধিনিষেধ জারির প্রেক্ষাপটের সঙ্গে তুলনা করলে বেইজিংয়ের সফলতা দৃশ্যমান।

এক বিবৃতিতে সামাজিক মাধ্যম উইবোতে কিওডাং পৌরসভার স্বাস্থ্য কমিশন জানায়, করোনা আক্রান্ত ১২ জনের মধ্যে ৬ জনের উপসর্গ রয়েছে। উপসর্গহীন বাকি ৬ জন। গ্লোবাল টাইমস জানায়, সবাই স্থানীয় হাসপাতাল থেকে আক্রান্ত হয়েছে।

ad

পাঠকের মতামত