342998

বেস্ট ফিল্ডারও পাবেন লাখ টাকা, দেখে নিন প্রেসিডেন্টস কাপের প্রাইজমানি

করোনাভাইরাসে দীর্ঘদিনের বিরতির পর দেশের মাঠে ফিরছে ক্রিকেট। তামিম-মুশফিকসহ দেশের ক্রিকেটাররা ভাগ হয়ে নিজেরাই লড়বেন বিসিবি প্রেসিডেন্টস কাপে। তিন দলীয় দিবারাত্রির এই টুর্নামেন্টের পর্দা উঠবে আগামীকাল রোববার। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১৫ লাখ টাকা, রানার্স আপ সাড়ে ৭ লাখ টাকা।

এক নজরে প্রেসিডেন্টস কাপের প্রাইজমানি

১. চ্যাম্পিয়ন টিম : ১,৫০০,০০০

২. রানার-আপ টিম : ৭৫০,০০০

৩. ম্যান অব দ্য সিরিজ : ২০০,০০০

৪. বেস্ট ব্যাটসম্যান অব দ্য সিরিজ : ১০০,০০০

৫. বেস্ট বোলার অব দ্য সিরিজ : ১০০,০০০

৬. বেস্ট ফিল্ডার অব দ্য সিরিজ : ১০০,০০০

৭. ম্যান অব দ্য ফাইনাল : ১০০,০০০

৮. ম্যান অব দ্য ম্যাচ ম্যাচ : ৫০,০০০

৯. বেস্ট ব্যাটসম্যান অব দ্য ম্যাচ : ২৫,০০০

১০. বেস্ট বোলার অব দ্য ম্যাচ : ২৫,০০০

১১. বেস্ট ফিল্ডার অব দ্য ম্যাচ : ২৫,০০০

মোট প্রাইজমানি : ৩,৬৭৫,০০০

প্রেসিডেন্ট কাপে অংশ নেবে মাহমুদউল্লাহ একাদশ, নাজমুল হোসেন শান্ত একাদশ ও তামিম ইকবাল একাদশ। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুপুর দেড়টা থেকে শুরু হওয়া প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে। শোনা যাবে বাংলাদেশ বেতারে।

ad

পাঠকের মতামত