340412

ভিপি নূরের বি’রুদ্ধে অ’পহ’রণ-ধ’র্ষণ ও ডিজিটাল আইনে আরেক মা’মলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নূরের বি’রুদ্ধে এবার এক তরুণীকে অ’পহ’রণ, ধ’র্ষ’ণ, ধ’র্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মা’মলা হয়েছে। সোমবার রাজধানীর কোতোয়ালি থানায় মা’মলাটি করা হয়। মা’মলায় নূরসহ ছয়জনকে আ’সামি করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মঙ্গলবার সকালে টেলিফোনে বলেন, নুরসহ ৬ জনের বি’রু’দ্ধে মা’মলা দায়ের হয়েছে। অ’ভিযু’ক্তদের বি’রুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এর আগে রোববার রাতে নুরুল হক নূরের বি’রুদ্ধে ধ’র্ষণে সহযোগিতা করার অ’ভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় একটি মা’মলা করেন। ওই মা’মলায়ও ছয়জনকে আ’সামি করা হয়। এ মা’মলায় নূরকে আ’টকও করা হয়েছিল। পরে রাতেই তাকে ছেড়ে দেয়া হয়।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার জানান, ধ’র্ষণের ঘটনা পরম্পরায় ভিপি নূরের নাম উঠে আসায় তাকে সহযোগী হিসেবে আ’সামি করা হয়েছে। মা’মলার প্রধান আ’সামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। ধ’র্ষ’ণের স্থান হিসেবে লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ রোডে হাসান আল মামুনের বাসার কথা উল্লেখ করা হয়েছে।

নূর ও মামুন ছাড়া মা’মলার অন্য আ’সামিরা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক (২) মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকী।
লালবাগ থানার মা’মলায় সোমবার নূরকে গ্রে’ফতারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শা’রীরিক চেকআপ শেষে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ। সোমবার রাত ১১টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।

ডিবি সূত্র বলছে, নুরুল হক নূরকে আ’টক করা হয়েছিল কিছু তথ্যের যাছাই-বাছাই করার জন্য। পরে তাকে ঢামেকে ভর্তি করা হয়েছিল। শা’রীরিক চেকআপ শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

ad

পাঠকের মতামত