340507

তুর্কি সীমানার সেনা সরাতে গ্রিসের প্রতি জার্মানির আহ্বান

সমুদ্রবিরোধ নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা পুনরায় শুরুর দ্বারপ্রান্তে তুরস্ক এবং গ্রিস। এরমধ্যেই তুর্কি সীমান্তবর্তী এজিয়ান সাগরের দ্বীপ থেকে সেনা সরানোর জন্য অ্যাথেন্সের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। শুক্রবার গ্রিক গণমাধ্যম এসতিয়া এ তথ্য জানিয়েছে।

গ্রিসে জার্মান রাষ্ট্রদূত আর্নস্ট রিচেলের বরাতে গণমাধ্যম জানায়, রাষ্ট্রদূত জানান, জার্মানি তুরস্কের প্রতি কঠোর হবে না। কারণ কঠোর হলে সংকট সমাধানের মধ্যস্থতার যোগ্যতা হারাবে বার্লিন।

গ্রিসের গণমাধ্যম জানায়, জার্মানি তুরস্ককে ইজমিরের সেনাঘাঁটি সরিয়ে নেয়ারও আহ্বান জানিয়েছে। বলা হয়, বার্লিন একইসঙ্গে অ্যাথেন্স এবং আঙ্কারার ওপর চাপ প্রয়োগ করছে; ওই অঞ্চলের বিতর্কিত দ্বীপ-উপদ্বীপ থেকে সেনা এবং ন্যাশনাল গার্ড প্রত্যাহারের জন্য। সেখানে ইজমিরের বিষয়টিও উল্লেখ করা হয়।

গণমাধ্যমে দাবি করা হয়, বিতর্কিত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার চান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও। জার্মানির রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, জার্মান চ্যান্সেল অ্যাঙ্গেলা মার্কেল ব্যক্তিগতভাবে সংকট সমাধান এবং শান্তিপূর্ণ সীমান্ত নিশ্চিতের বিষয়ে সোচ্ছার রয়েছেন।

ad

পাঠকের মতামত