340511

গাজার অবরোধ তুলতে ইসরাইলকে আল্টিমেটাম হামাসের

অবরুদ্ধ গা’জা উপত্যকায় চাপিয়ে দেয়া অ’বৈধ অ’বরোধ তুলে নিতে ইসরাইলকে দুই মাসের সময় বেধে দিয়েছে ফিলিস্তিনের সশ’স্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী- হামাস। অ’বরোধ দিয়ে গা’জায় ত্রাণ এবং মা’নবিক সহায়তা পৌঁছাতে দিচ্ছেন না তেল আবিব।

প্রাণঘা’তী করোনাভাইরাসের মধ্যেও কয়েক মাস ধরে এমন বর্বর কাজ করেছে যাচ্ছে বলে অ’ভিযোগ তুলেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল-হাইয়া। এ বিষয়ে ইসরাইলকে আল্টিমেটাল দিয়ে হাইয়া বলেন, আগামী দুই মাসের মধ্যে স্বেচ্ছায় অ’বরোধের অবসান না ঘটায় তবে ইসরাইলের বি’রুদ্ধে শক্ত অবস্থানে যেতে বাধ্য হবে হামাস।

২০০৭ সাল থেকে গা’জা ভূ’খণ্ডে অ’বরোধ তৈরি করে রেখেছে ইসরাইল এবং মিসর। কারণ, গা’জা ভূখণ্ডে সশ’স্ত্র গোষ্ঠী হামাস ক্ষ’মতা নেয়ার পরেই মিসর এই সিদ্ধান্ত নেয়।

এদিকে করোনা থাবা বসিয়েছে অ’বরুদ্ধ গা’জা উপত্যকায়। একদিকে করোনা অন্যদিকে অ’বরোধ মিলিয়ে অসহনীয় হয়ে উঠেছে সেখানকার জীবনযাত্রা।

ad

পাঠকের মতামত