340401

সরকারের সমালোচনা করায় নুরকে গ্রে’ফতার: ডা. জাফরুল্লাহ

ভোটবিহীন সরকারের সমালোচনা করায় মিথ্যা মা’মলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে গ্রে’ফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার (২১ সেপ্টেম্বর) গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনতিবিলম্বে নুরের বিরুদ্ধে সকল মিথ্য মা’মলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেয়ার দাবি জানিয়ে জাফরুল্লাহ চৌধুরি বলেন, ‘সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি নুর সব গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখছিল। আর তাই তিনি সরকারের বিরাগভাজন হয়েছেন। দ্রুত তার মুক্তির ব্যবস্থা করতে হবে।’

উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাবি ছাত্রীর করা ধ’র্ষণ মা’মলায় রাজধানীর মৎস্যভবন এলাকা থেকে তাকে আ’টক করা হয়। এর আগে, গতকাল রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় এ মা’মলাটি করেন। মাম’লায় মোট ছয়জনকে আ’সামি করা হয়েছে। তাদের মধ্যে ধ’র্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে এ মা’মলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা মা’মলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন। সূত্রঃ বিডি২৪লাইভ

 

ad

পাঠকের মতামত