340354

কাশ্মিরের স্থায়ী বাসিন্দা হওয়ার জন্যে ভারতীয়দের হিড়িক

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির সরকারের তথ্যানুযায়ী, ২১ লাখ ১৩ হাজার ৮৭৯ জন ব্যক্তি স্থায়ী বাসিন্দা হওয়ার ইতোমধ্যে আবেদন জানিয়েছেন।

জম্মু ও কাশ্মিরে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত বিধি, ২০২০-র ৫ নম্বর ধারায় এ ধরনের প্রমাণপত্র সংগ্রহের জন্য সুনির্দিষ্ট কিছু নথিপত্র সহ আবেদন করার সংস্থান রয়েছে। তবে, আবেদনের প্রয়োজনীয় নথিপত্র দেওয়া না হলে সেগুলো খারিজ হয়ে যেতে পারে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, এখনো পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৬৩০টি আবেদন বাতিল হয়েছে। অবশ্য, জম্মু ও কাশ্মির প্রশাসন ১৬ লাখ ৭৯ হাজার ৫২০টি স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হস্তান্তর করা হয়েছে।

লোকসভায় গতকাল এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি। পুবের কলম

ad

পাঠকের মতামত