
১৭০ দিন পর খুলল বিমানবন্দর স্টেশন
করোনার কারণে ১৭০ দিন অর্থাৎ প্রায় সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর ঢাকা বিমানবন্দর রেলস্টেশনসহ জয়দেবপুর ও নরসিংদী স্টেশন খুলে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকেই এ তিন স্টেশনে সব আন্তঃনগর, কমিউটার, মেইল ট্রেনের যাত্রাবিরতি দিয়ে যথারীতি যাত্রী নেওয়া শুরু হয়েছে। এখন থেকে নিয়মিতভাবে এসব স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হবে। এসব স্টেশন থেকে যাত্রী উঠতে পারবে।
বন্ধের এ সময়ে বিমানবন্দর স্টেশনটিতে প্ল্যাটফর্ম উঁচু করাসহ বেশ কিছু উন্নয়ন কাজ করা হয়েছে। যাত্রীরা যেন সহজে ট্রেন চড়তে পারেন সেজন্য প্ল্যাটফর্ম উঁচু করা হয়। এছাড়া জনসাধারণ লাইনের ওপর দিয়ে হেঁটে অন্য পাশে যাওয়ার সুবিধার্থে গ্রিল দেয়া হয়েছে। ঢাকার রেল কন্ট্রোল জানিয়েছে, ঢাকা বিমানবন্দর স্টেশনে সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত পাঁচটি ট্রেন এখন পর্যন্ত যাত্রাবিরতি দিয়েছে। যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ৩১ মে থেকে প্রথম দফায় আট জোড়া আন্তনগর ট্রেন চালু করা হলেও ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, নরসিংদী স্টেশন প্রায় সাড়ে ৫ মাস বন্ধ ছিল। আজ তা চালু হলো।