
‘বছর শেষে অক্সফোর্ডের ভ্যাকসিন, এখনো সম্ভব’
ব্রিটিশ ফার্মসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, এ বছর শেষে বা আগামী বছরের শুরুতে বাজারে করোনা ভাইরাসের ভ্যাকসিন পৌঁছে দেয়ার সম্ভাবনা এখনো রয়েছে তাদের।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এসময় গণমাধ্যমে কথা বলেন অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী পাসকাল সরিওট।
অ্যাস্ট্রাজেনেকার জন্য ভ্যাকসিন তৈরি করছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। তৃতীয় ধাপের ট্রয়াল চলাকালে এক স্বেচ্ছাসেবীর শরীরে অপ্রত্যাশিত অসুস্থতা দেখা দেয়। তার পররপরই বুধবার ট্রয়াল স্থগিত করে কর্তৃপক্ষ। একদিন পর ভ্যাকসিন বাজারে আনার সম্ভাবনার কথা জানানো হল।
সরিওট বলেন, আমরা সঠিক পথেই এগুচ্ছি। আশা করি বছর শেষের আগেই সবকিছু প্রস্তুত করতে পারবো। চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে ভ্যাকসিন বাজারজাতের সম্ভাবনা এখনো আমাদের রয়েছে।তবে চলমান কার্যক্রমের উপর সুনির্দিষ্ট সময়সীমা নির্ভর করে বলেও যোগ করেন তিনি।