338842

বেঁচে থাকা ১০ জনের অবস্থাও আ’শঙ্কাজনক

নারায়ণগঞ্জে বায়তুস সালাত জামে মসজিদে গ্যাস লাইনের লিকেজ থেকে বি’স্ফো’রণের ঘটনায় দ’গ্ধদের মধ্যে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। আ’হতদের মধ্যে একজন শঙ্কামুক্ত হলেও বাকি ১০ জনের অবস্থা এখনও আ’শঙ্কাজনক।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সা’র্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল সোমবার সকালে সাংবাদিকদের বলেন, ৩৭ জন রোগীর মধ্যে ২৬ জন মারা গেছেন। ১১ জন ভর্তি রয়েছেন, তাদের মধ্যে ১০ জনের অবস্থা আ’শঙ্কাজনক।

তিনি বলেন, মামুন (৩০) নামে একজন আ’শঙ্কামুক্ত; তাকে ওয়ার্ডে চিকিৎসাধী দেয়া হচ্ছে। আর ১০ জনের মধ্যে পোস্ট অপারেটিভে রয়েছেন চারজন, আইসিইউতে ছয়জন। তারা সবাই ৫০ শতাংশের বেশি দ’গ্ধ হয়েছেন। আর মামুনের শ’রীর ১০ শতাংশ দ’গ্ধ হয়েছে।

গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শ’ব্দে বি’স্ফো’রণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দ’গ্ধ হন। দ’গ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গু’রুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বি’স্ফোর’ণে মসজিদের ছয়টি এসি পু’ড়ে গেছে। জানালার কাচ উড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আ’গুন নিয়ন্ত্রণে আনে।

ad

পাঠকের মতামত