
মসজিদে দূ’র্ঘ’টনায় নিহ’ত স্বজনদের প্রতি গভীর স’মবেদনা প্র’কাশ করছি: মার্কিন দূতাবাস
নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুস সালাত জামে মসজিদে বি’স্ফো’রণের ঘ’ট’নায় মৃ’ত্যুতে গভীর শো’ক প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। রবিবার এক বার্তায় এই শো’ক প্রকাশ করেন তিনি।
শো’ক বার্তায় মিলার বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুস সালাত জামে মসজিদে দূ’র্ঘ’টনায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে নিহ’তদের স্বজনদের প্রতি গভীর স’মবেদনা প্র’কাশ করছি। আহ’তরা দ্রু’ত সু’স্থ কামনা করছি আমরা।