338413

প্রেমিকের পর ধ’র্ষণ করলেন নানাও, শিশুর বাবা কে জানতে ডিএনএ পরীক্ষা

বগুড়ার ধুনট উপজেলায় একাধিক ব্যক্তির ধ’র্ষণের শিকার হয়ে স্কুলছাত্রীর জন্ম দেয়া সন্তানের পিতৃপরিচয় মিলছে না। পিতার পরিচয় শনাক্ত করতে তৃতীয় দফায় ডিএনএ (ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড) পরীক্ষা সম্পন্ন হয়েছে। আদালতের আদেশে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে ওই স্কুলছাত্রী ও তার সন্তান এবং ধ’র্ষককে ঢাকা সিআইডির সদর দপ্তরে ডিএনএ পরীক্ষা করানো হয়।

এর আগে নানা-নাতির বি’রুদ্ধে ধ’র্ষণের অ’ভিযোগ ওঠার পর ডিএনএ পরীক্ষা করা হয়। কিন্তু ডিএনও প্রতিবেদনে দেখা যায়, ওই নানা-নাতির ডিএনএর সঙ্গে স্কুলছাত্রীর জন্ম নেয়া সন্তানের ডিএনএ মিলছে না। ফলে ওই স্কুলছাত্রীর দেয়া তথ্য মতে একই এলাকার আবু তালেবের ছেলে রাকিব হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তৃতীয় দফায় রাকিব হোসেনসহ স্কুলছাত্রী ও তার সন্তানের ডিএনএ পরীক্ষা করানো হয়েছে।

মা’মলা সূত্রে জানা যায়, ধ’র্ষণে জন্ম নেয়া সন্তানের মা স্কুলছাত্রী ধুনট উপজেলার বাসিন্দা। ২০১৮ সালের ১৫ এপ্রিল বিকেলে প্রেমিক বকুল মেয়েটির ঘরে ঢুকে ধ’র্ষণের সময় ধরে ফেলেন নানা। ঘটনাটি প্রকাশ করার ভ’য় দেখিয়ে একই সময় নানা রশিদ মণ্ডলও নাতনিকে ধ’র্ষণ করেন। ধ’র্ষণে মেয়েটি অ’ন্তঃসত্ত্বা হলে তার বাবা বাদী হয়ে ২০১৮ সালের ৩ অক্টোবর মা’মলা করেন। ওই মা’মলায় মেয়েটির নানা রশিদ মণ্ডল ও তার নাতি বকুল হোসেনকে আ’সামি করা হয়। এ অবস্থায় ধর্ষ’ণের শিকার স্কুলছাত্রী ২০১৯ সালের ১ জানুয়ারি পুত্রসন্তানের জন্ম দেয়।

নবজাতকের জন্মদাতার পরিচয় শনাক্ত করতে নানা রশিদ ও বকুলের ডিএনএ পরীক্ষা করানো হয়। কিন্তু এতে পরিচয় মেলেনি। পরিবর্তীতে আদালতে হাজির করা হলে স্কুলছাত্রী পুনরায় রাকিব হোসেনের নাম প্রকাশ করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে ধ’র্ষণে জন্ম নেয়া শিশুটির পিতৃপরিচয়। এ জন্য আর কিছু দিন অপেক্ষা করতে হবে।

ad

পাঠকের মতামত