
যে কারণে হঠাৎ ভারতীয় সেনাপ্রধানের মিয়ানমার সফর বাতিল
লাদাখে ক্রমেই বাড়ছে প্রবল সং’ঘাতের আ’শঙ্কা। সংকটকালে মিয়ানমার সফর বাতিল করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে ও পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর, ২৯ ও ৩০ আগস্ট রাতে লাদাখের প্যাংগং হ্রদের দক্ষিণে অনুপ্রবেশের চেষ্টা করে চীনা বাহিনী। সোমবারও প্যাংগংয়ে এবং মঙ্গলবার চুমার সেক্টরে আগ্রাসন চালায় লালফৌজ।
এহেন পরিস্থিতিতে বুধবার বা আজ থেকে শুরু হতে চলা মিয়ানমার সফর বাতিল করলেন ভারতীয় সেনাপ্রধান নারাভানে ও পররাষ্ট্র সচিব শ্রিংলা। তবে এদিন, চারদিনের রাশিয়া সফরে রওনা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
তাৎপর্যপূর্ণভাবে, প্যাংগং হ্রদের দক্ষিণে পাহাড়ি অঞ্চলগুলোর দখল নেয় ভারতের বিশেষ কমান্ড বাহিনী ‘স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স’। এই বাহিনীটি মূলত ভারতে আশ্রয় গ্রহণ করা তিব্বতীদের নিয়ে তৈরি করা। এই প্রথম চীনা সেনাদের সঙ্গে সরাসরি লড়াইয়ে নেমেছে বাহিনীত। এর ফলে তিব্বতেও যে চীন বিরোধী হওয়া আরো জোরদার হবে তা স্পষ্ট। সংবাদ প্রতিদিন