337918

বিনাদোষে ২০ বছর কারাভোগ, মুক্তি পেলেন জাহিদ

খুলনায় বিনাদোষে ২০ বছর কনডেম সেলে কারাভোগের পর মুক্তি পেয়েছেন জাহিদ শেখ। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় খুলনা কারাগার থেকে মুক্তি পান তিনি।

এ সময় গণমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বিনাদোষে দীর্ঘ ২০ বছর কারাভোগের কারণে বাবা-মা’র মৃত্যুও চোখে দেখতে পারেননি বলে জানান তিনি।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে খুলনার রূপসা উপজেলার জাহিদ শেখ বাগেরহাটের ফকিরহাট থানার উত্তরপাড়া গ্রামের রহিমাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকতেন জাহিদ।

৪ বছর পর ১৯৯৭ সালের ১৬ জানুয়ারি নিজ ঘর থেকে কন্যাশিশুসহ স্ত্রী রহিমার লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন জাহিদকে আসামি করে ফকিরহাট থানায় মামলা করেন নিহতের বাবা। এ মামলায় ২০০০ সালের ২৫ জুন তাকে মৃত্যুদণ্ড দেন বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত।

৪ বছর পর উচ্চ আদালতও বহাল রাখেন ফাঁসির রায়। সবশেষ, ২০০৪ সালের ২৯ ডিসেম্বর নিজেকে নির্দোষ দাবি করে আপিল বিভাগে আবেদন করেন জাহিদ। দীর্ঘ শুনানি শেষে ২৫ আগস্ট তাকে খালাস দেন আপিল বিভাগ।

ad

পাঠকের মতামত