338074

প্রসবের বিল দিতে না পারায় গরীব মায়ের বাচ্চাকে বেচে দিল ডাক্তার!

আন্তর্জাতিক ডেস্কঃ প্রসব ব্যথা উঠার পর শহরের এক বেসরকারি হাসপাতালে স্ত্রীকে নিয়ে যান রিকশাচালক স্বামী। হাসপাতালে সন্তান প্রসবের জন্য ৩৫ হাজার টাকা মূল্য ধার্য করেছিল কর্তৃপক্ষ। নবজাতক জন্মের পর বিলের টাকা পরিশোধ করার সক্ষমতা ছিল না গরীব মা-বাবার। তাই মায়ের কোল থেকে নবজাতককে ছিনিয়ে নিয়ে বিক্রি করে দিয়েছে ডাক্তার। এমন অভিযোগ উঠার পর তোলপাড় শুরু হয়েছে।

সম্প্রতি ভারতের আগ্রায় ন্যাক্কারজনক এ ঘটনা ঘটেছে। নবজাতককে ছিনিয়ে নেয়ার সময় গরীব মা-বাবার টিপ সই সাদা কাগজে নেয়া হয়। ওই সময় ডাক্তারের পায়ে পড়ে কান্নাকাটি করেন ওই মা৷ একই সঙ্গে স্বামীও ডাক্তারকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন৷ কিন্তু টাকা দিতে না পারলে বাচ্চাকে দিতেই হবে। নবজাতককে এক লাখ টাকায় বিক্রিও করেন ওই ডাক্তার। হাসপাতালে বিল রেখে ৬৫ হাজার টাকা গরীব মা-বাবাকে দেয়া হয়।

সংবাদ মাধ্যমের খবর, শম্ভু নগরের বাসিন্দা শিব নারায়ণ পেশায় রিকশাচালক। চার মাস আগে ঋণ নিয়ে তৈরি করা বাড়িতে বসবাস করছিলেন তিনি৷ ২৪ আগস্ট স্ত্রী ববিতার প্রসব ব্যথা শুরু হলে কাছে থাকা জেপি হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে ববিতা এক ছেলে সন্তানের জন্ম দেন৷ সেই সময় রিকশাচালকের কাছে ৫০০ টাকা ছিল৷ কিন্তু হাসপাতালের বিল হয় ৩৫ হাজার টাকা!

এরপরই চিকিৎসকরা জানান, বিল পরিশোধ না করতে পারলে বাচ্চা দিয়ে দিতে হবে৷ এরপর জোর করে হাতের আঙুলের ছাপ সাদা কাগজে নেয়া হয়৷ তাদের হাতে দেয়া হয় ৬৫ হাজার টাকা৷

এ খবর চারদিকে ছড়িয়ে পড়ার হাসপাতালটিতে অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা জানান, অভিযোগ প্রমাণিত হলে হাসপাতালটি সিল করে দেয়া হবে। এরইমধ্যে নবজাতকের বিক্রির ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ সূত্র- নিউজ ১৮।

ad

পাঠকের মতামত