
প্রস্রাব করার কথা বলে ঢাকা মেডিক্যাল থেকে পালালেন আ’সামি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাব্বী (১৯) নামের আ’সামি পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছেন। তিনি সবুজবাগ থানার স্থানীয় একটি মারামারি সংক্রান্ত মামলার আসা’মি। হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডের ২৫ নম্বর বেডে আ’সামি রাব্বী চিকিতসাধীন ছিলেন। সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে প্রস্রাব করার কথা বলে বাথরুমের দিকে নিয়ে যান। আসামর ভাই শাওনের কাধে ভর দিয়ে ওয়ার্ডের পেছনের দরজা দিয়ে হাতের হ্যান্ডক্যাফসহ পালিয়ে যায়।
জানা গেছে, পাহারারত পুলিশ সদস্যরা আ’সামির কাছে না থেকে ওয়ার্ডের বাইরের ফটকে বসে গল্পগুজবে মেতে ছিলেন। অর্থ লোভে আ’সামির কাছে সবসময় স্বজন থাকা খাওয়ার সুযোগ দিত বলে হাসপাতাল সূত্রে জানা যায়। এধরনের অর্থলোভ ও কর্তব্য অবহেলার কারণে এঘটনা ঘটেছে।
সবুজবাগ থানার ওসি মাহবুব আলম ঘটনার বিষয়টি স্বীকার করে বলেন, হাসপাতালে পাহারারত আমাদের পুলিশ সদস্যের গাফিলতির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। তাকে গ্রেফতারের লক্ষে পুলিশের একাধিক টিম রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যাচ্ছে।