337749

কুয়েতে সরকারের গু’রুত্বপূর্ণ পদ থেকে ব’হিষ্কার হচ্ছেন ৩৪ প্রবাসী

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে সরকারের গু’রুত্বপূর্ণ পদ থেকে ব’হিষ্কার হচ্ছেন ৩৪ প্রবাসী। কুয়েতের উপ-সচিবের অফিসে হিসাবরক্ষক,মন্ত্রীর কার্যালয়ের আ’ইনজীবি, সমবায় সেক্টরের সহকারী উপ-সচিবের কার্যালয়ের একজন সিনিয়র আ;ইন বি’শেষজ্ঞ, এবং সামাজিক ও ম;নস্তাত্ত্বিকসহ কর্মরত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত বিভিন্ন দেশের ৩৪ জন প্রবাসীকে তাদের চাকরি থেকে ব;রখাস্ত করা হবে।

জানা গেছে, সোশ্যাল কমিউনিকেশন বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আবদুলুলিজ শুয়েব সম্প্রতি কুয়েতীকরণ পরিকল্পনার অংশ হিসাবে বিদেশ যাত্রা সমাপ্ত করার সিদ্ধান্ত জা;রি করেছিলেন।

এদিকে সোশ্যাল কমিউনিকেশন মন্ত্রী ও অর্থনৈতিক বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আল-আকিল সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত প্রবাসীদের সাথে প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু করেছেন ইতোমধ্যে।

বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে, মন্ত্রণালয়ে কর্মরত প্রবাসীদের অ;বসান করানো নাগরিকদের সাথে সরকারি খাতের চাকরিতে প্রবাসী কর্মীদের প্রতিস্থাপনের দেশটির নী’তিমালার সাথে সা’মঞ্জস্যপূর্ণ ও এও জানা গেছে যে এদের কয়েকজনের বয়স ৬০ বছর বা তার উর্ধে।

ad

পাঠকের মতামত