331237

বিশ্বে একদিনে করোনার সর্বোচ্চ রেকর্ড

নিউজ ডেস্ক।। করোনাভাইরাসের সং’ক্রমণ ঠেকাতে দীর্ঘসময় ধরে লকডাউনের কবলে বিশ্বের বিভিন্ন দেশ। পরিস্থিতি বিবেচনা করে ধীরে ধীরে লকডাউন উঠে যাচ্ছে দেশে দেশে।

একদিকে লকডাউন শিথিল হচ্ছে অন্যদিকে এর প্রকোপও বাড়ছে। এমন পরিস্থিতিতে শুক্রবার (১০ জুলাই) নতুন রেকর্ড ছুঁয়েছে কোভিড-১৯ আ’ক্রান্তের সংখ্যা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, শুক্রবার নতুন করে বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ ২ লাখ ২৮ হাজার ১০২ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শ”নাক্ত হয়েছেন।

চলতি মাসের শুরু থেকেই সং’ক্রমণের হার হঠাৎ বেড়েছে। জুলাইয়ের প্রথম ১১ দিনের মধ্যে সাতদিনেই নতুন রোগী শ’নাক্তের হার ২ লাখ ছাড়িয়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। আগের থেকে আরও দ্রুত বিস্তার ঘটাচ্ছে মহামারি এই ভাইরাস। তাই বিভিন্ন দেশের সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে করোনা প্র’তিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে রোগী শ’নাক্ত হয়েছে এর উল্লেখযোগ্য সংখ্যক সং’ক্রমণের ঘটনা ঘটেছে কয়েকটি দেশে। এরমধ্যে শীর্ষে আছে তিনটি দেশ যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারত। এছাড়া দক্ষিণ আফ্রিকাতেও সং’ক্রমণ বাড়ছে দ্রুতগতিতে।

ডব্লিউএইচও’র দেওয়া হিসাব অনুযায়ী, এতদিন পর্যন্ত সর্বোচ্চ সং’ক্রমণের রেকর্ড হয়েছিল গত ৪ জুলাই। ওইদিন বিশ্বজুড়ে সর্বোচ্চ ২ লাখ ১২ হাজার ৩২৬ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শ’নাক্ত হন। এরপর তা আরও বাড়ছেই। তবে দৈনিক মৃ’ত্যুর গড় হার পাঁচ হাজারের নিচে রয়েছে।

এদিকে বাতাসের মাধ্যমেও করোনাভাইরাস ছড়ানোর ‘প্রমাণ’ যে আসতে শুরু করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তা স্বীকার করেছে অবশেষে। বাতাসের মাধ্যমেও করোনাভাইরাস ছড়ানোর প্রমাণ বাড়তে থাকার মধ্যেই শনা’ক্ত রোগীর সংখ্যা এ মাইলফলক ছাড়াল।

ad

পাঠকের মতামত