330830

সৌদি আরবে মহা বি’পদে বাংলাদেশি ট্রাভেল ব্যবসায়ীরা

প্রবাস ডেস্ক।। সৌদি আরবে প্রায় তিন মাস ধরে বন্ধ আন্তর্জাতিক সব ফ্লাইট। এ অবস্থায় বাংলাদেশি ট্রাভেল ব্যবসায়ীরা কর্মহীন হয়ে পড়েছেন।

করোনা মহামারির কারণে সৌদি আরবে প্রায় সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলেও কূটনৈতিক তৎপরতার ভিত্তিতে প্রবাসী শ্রমিক, ভিজিট, ওমরাহ্ এবং স্টুডেন্ট ভিসায় এসে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয়া হয়।

তবে বিশেষ ফ্লাইটের টিকিট বিক্রির সুযোগ পায়নি ট্রাভেল এজেন্সিগুলো।

আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিক না হওয়ায় লাটে উঠেছে ট্রাভেল এজেন্সিগুলোর ব্যবসা। সৌদি এয়ারলাইন্সের বেশ কিছু গন্তব্যে সীমিত পরিসরে বিশেষ ফ্লাইট চালু থাকলেও বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনের অনুমতি না পাওয়ায় ঢাকায় কোনো ফ্লাইট দিতে পারছে না।

এদিকে, বাংলাদেশ বিমানের টিকেটের মূল্য ক্রয়ক্ষমতার বাইরে থাকায় হতাশা জানিয়েছেন দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীরা।

ad

পাঠকের মতামত