330781

দেশের যেসব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার থেকে

নিউজ ডেস্ক।। বাংলাদেশে করোনা ভাইরাসের আ’ক্রমণের কারণে মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা। এর মধ্যেই আগামী রবিবার (১২ জুলাই) থেকে কওমী মাদরাসার হেফজ বিভাগগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৮ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। ঈদুল ফিতরের পর থেকেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কওমি মাদ্রাসা খুলে দেয়ার আহ্বান জানিয়েছিলেন আলেমরা।

কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এতদিন সে অনুমতি পাওয়া যায়নি। ছাত্র-ছাত্রী ভর্তির সুবিধার্থে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে কওমি মাদ্রাসার অফিস খোলার অনুমতি দেয়া হয়েছিল।

সূত্র জানায়, গত কয়েকদিন আগে এ বিষয়ে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধি দল সাক্ষাত করেন। এ সময় আসন্ন কোরবানির ঈদের আগেই সীমিত পরিসরে হলেও কওমি মাদ্রাসা খোলার আবেদন জানান তারা। জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাকের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে ছিলেন মাওলানা ইয়াহয়া মাহমুদ, বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী ও মাওলানা মুজিবুর রহমান।

ad

পাঠকের মতামত