330701

এমএলএম প্র’তারণার টাকা দিয়েই হাসপাতাল গড়ে তোলেন সাহেদ

নিউজ ডেস্ক।। কোভিডের ভু’য়া রিপোর্ট বানিয়ে তিন মাসে হাতিয়েছেন ৩ কোটি টাকা। গত তিনমাসে কর্মীদের কোনো বেতন দেননি সাহেদ। এমন কর্মীও রিজেন্টে আছেন, যিনি আটমাস কাজ করলেও বেতন পেয়েছেন দুই মাসের।

র‌্যাব জানায়, উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত রিজেন্টের প্রধান কার্যালয়ে কোভিড পরীক্ষার জাল রিপোর্ট তৈরি করা হতো। কন্ট্রোল রুমে কাজ করা পাঁচ জন এই জা’লিয়াতির সঙ্গে জ’ড়িত। এদের কেউ কেউ আবার অফিসিয়ালি নিয়োগপ্রাপ্তও না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১০ সালের দিকে সাহেদ ধানমন্ডি এলাকায় বিডিএস কিক ওয়ান এবং কর্মমুখী কর্মসংস্থান সোসাইটি (কেকেএস) নামে দুটি এমএলএম কোম্পানি খুলে গ্রাহকদের প্রায় শত কোটি টাকা হাতিয়ে নেন। প্রতিষ্ঠান বন্ধ করে গা ঢাকা দেয়ায় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা তার বি’রুদ্ধে মা’মলা করেন।

২০১১ সালে প্র’তারণা মা’মলায় গ্রে’প্তার হন সাহেদ। দুই বছর জেল খেটে জামিনে বের হওয়ার পর প্র’তারণার অর্থ দিয়ে তিনি রিজেন্ট গ্রুপ নামে ব্যবসা শুরু করেন। সাংবাদিক পরিচয় দিয়ে সুবিধা আদায় করতেন। এছাড়া নিজেকে উত্তরা মিডিয়া ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবেও পরিচয় দিতেন।

ad

পাঠকের মতামত