329546

ইরানের বি’রুদ্ধে অ’স্ত্র নি’ষেধাজ্ঞা বাড়াতে দৌড়ঝাঁপ করছে সৌদি

ডেস্ক রিপোর্ট।। ইরানের বিরুদ্ধে অ’স্ত্র নি’ষেধাজ্ঞা বাড়াতে জাতিসংঘের নি’রাপত্তা পরিষদে দৌড়ঝাঁপ শুরু করেছে সৌদি আরব। বিষয়টি অত্যন্ত স’তর্কতার সঙ্গে বিবেচনা করতে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ আল-মৌয়ালিমি।

বৃহস্পতিবার (২ জুলাই) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, নি’রাপত্তা পরিষদের রেজ্যুলেশন অনুযায়ী নি’ষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে অক্টোবরে। এ নি’ষেধাজ্ঞা ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাস্তবায়নের বিষয়ে সহায়তা করেছিল।

আবদুল্লাহ আল-মৌয়ালিমি বলেন, সত’র্কতার জন্য তেহরানের বিরু’দ্ধে নি’ষেধাজ্ঞা বাড়ানো উচিত। ইরানের কার্যকলাপের বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের নূন্যতম প্রতিক্রিয়া প্রত্যাশা করতে পারি।

বুধবার জাতিসংঘের নি’রাপত্তা পরিষদের ব্রিফিংয়ের পর সৌদির প্রতিনিধির এমন মন্তব্য এলো।

ad

পাঠকের মতামত