329179

ভারত সঙ্গে সীমান্ত বন্ধ হওয়ায় নেপালে ১ কেজি লবণ ১০০ টাকা, সরিষার তেলের লিটার ২৫০ টাকা

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-নেপাল সীমান্ত বন্ধ হওয়ায়, দ্বিপাক্ষিক বাণিজ্যে তার ভালোরকম প্র’ভাব পড়েছে। শুধু বাণিজ্যিক বা আর্থিক ক্ষতি নয়, এখন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করতে হিমশিম খাচ্ছে দেশটি। এই সময়, ইন্ডিয়া টাইমস, জি নিউজ

সম্প্রতি নেপাল সরকার সে দেশের নাগরিকদের ভারতে প্রবেশের ক্ষেত্রে নিষে’ধাজ্ঞা জা’রি করে। একইসঙ্গে ভারতীয়দের জন্যও নেপালের দরজা বন্ধ করা দেয়া হয়। যার কারণে বাণিজ্য তো বন্ধ হয়েছেই, সেইসঙ্গে সীমান্ত সিল হওয়ায় নেপালে খাদ্যসামগ্রীর দাম এখন আকাশছোঁয়া।

সাধারণ দিনগুলোতে এই হিমালয় দেশ এবং ভারতের মধ্যে প্রায় ৪.২১ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। সেইসঙ্গে অঘোষিত বাণিজ্যের পরিমাণ ঘোষিত এই বাণিজ্যের ১০ গুণ।

একই সঙ্গে ভারতীয় অংশেও নেপালের এই সিদ্ধান্তের যথেষ্ট প্রভাব পড়েছে। নেপাল সীমান্ত সংলগ্ন ভারতীয় অঞ্চলগুলোতে বাণিজ্য প্রায় বন্ধই বলা চলে। বিহারের মধুবনী জেলা লাগোয়া জয়নগর সীমান্তের এক টেক্সটাইল ব্যবসায়ী জানান, সীমান্ত বন্ধ হওয়ার প্রভাব পড়েছে মার্কেটগুলিতে। তার দাবি, গত দু-মাসে জয়নগর মার্কেটের ক্ষতি হয়েছে ২৫ থেকে ৩০ কোটি ভারতীয় রুপি।

ad

পাঠকের মতামত