324873

ঈদের দিন নৃ’শংস’ভাবে পি’টিয়ে হ’ত্যা, বরগুনার সেই হৃদয় জিপিএ ৪.১১ পেয়েছে

ডেস্ক রিপোর্ট।। বরগুনায় ঈদের দিন বিকালে নদীর তীরে বেড়াতে গিয়ে স’ন্ত্রাসী’দের পি’টুনিতে নি’হত হৃদয়ের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে হৃদয় জিপিএ ৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

বরগুনার টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল হৃদয়। এ বিষয়ে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বলেন, হৃদয় ছাত্র হিসেবে খুব ভালো ছিল না, আবার খুব খারাপও ছিল না। আমাদের প্রত্যাশা ছিল- হৃদয় এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ পেতে পারে। আমাদের ধারনাই সঠিক হয়েছে। হৃদয় জিপিএ ৪.১১ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

তিনি আরো বলেন, ভালো ফলাফল করার পরও হৃদয়ের জন্য আজ আমাদের অশ্রু ঝরছে। একজন শিক্ষক হিসেবে এ খারাপ লাগাটা বলে বোঝাতে পারবো না। এসময় তিনি হৃদয় হ’ত্যাকা’ণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রে’ফতা’র করে দৃ’ষ্টান্তমূ’লক শা’স্তির দাবি জানান।

এ বিষয়ে কান্নাজড়িত কণ্ঠে হৃদয়ের মা ফিরোজা বেগম বলেন, ছেলেটার ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হবে । এজন্য কোন চেষ্টাই বাদ রাখিনি। ছেলেটা আমার ভাল রেজাল্ট করেছে। এই রেজাল্ট দিয়ে আমি কি করবো? ওরা আমার ছেলেটাকে শেষ করে দিলো।

প্রতিবেশিরা বলছেন হৃদয়ের বাবা মায়ের একমাত্র সন্তানকে হারিয়ে যে ক্ষ’তি হয়েছে তা পূরন করার মত না।

এদিকে হৃদয় হ’ত্যা’র সাথে জড়িত ৭ জনকে গ্রে’ফতা’র করেছে বরগুনা পুলিশ।

ad

পাঠকের মতামত