323192

রাজ-শুভশ্রীর ভবনে করোনার হানা

বিনোদন ডেস্ক।। করোনাভাইরাস হানা দিয়েছে কলকাতার সেলিব্রিটি দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির আবাসনে। একই ভবনে আরও থাকেন পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও অরিন্দম শীলের মতো সিনে সংশ্লিষ্টরা।

বিলাসবহুল এই আবাসনের এক বয়স্ক ব্যক্তির দেহে মিলেছে করোনা। তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

এ কারণে চিন্তার ভাঁজ রাজের কপালে। কারণ শুভশ্রী সন্তানসম্ভবা। এ ঘটনার পর বিকেলের হাঁটাহাঁটি বাদ দিয়েছে এ নির্মাতা। করোনার উল্লেখ না করেই ইনস্টাগ্রাম পোস্টে জানান, পুরোপুরি কোয়ারেন্টাইন মেনে চলছেন।

গত ১১ মে দ্বিতীয় বিবাহবার্ষিকীতে বাবা-মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন রাজ-শুভশ্রী। পরিবারে ছোট্ট সদস্যের আসার খবর একটু অন্যরকমভাবেই শেয়ার করেন কলকাতার এই সেলিব্রিটি জুটি।

খুশির খবর দিতে গিয়ে তারা জানান, ‘উই আর প্রেগন্যান্ট’ অর্থাৎ, সন্তান শুভশ্রীর গর্ভে বেড়ে উঠলেও, সেই সময়ের ভাগীদার রাজও।

ইনস্টাগ্রামে এই দম্পতি খবরটি শেয়ার করেছেন ভীষণ প্রস্তুতি নিয়ে। মজার গ্রাফিক টি-শার্টে, হাতে বোর্ড নিয়ে সবাইকে জানান ‘বেবি কামিং ২০২০’।

ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, “আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সবার সঙ্গে শেয়ার করে নিচ্ছি একটি সুখবর। আমাদের দুজনের হাত ধরতে খুব শিগগিরই আসছে একজন। উই আর প্রেগন্যান্ট।”

ad

পাঠকের মতামত