322554

চাঞ্চল্যকর তথ্য ফাঁ’স, ৮৪ হাজার নয় চীনে আক্রা’ন্ত সাড়ে ৬ লক্ষ

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস যে চীন থেকে ছড়িয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে অনেক আগেই। পাশাপাশি, কোভিড নিয়ে চীন মিথ্যা কথা বলেছে বলেও অ’ভিযোগ তুলেছে অনেক তাবড় দেশ। এবার সমানে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য।

প্রকাশ্যে যত করোনা আক্রা’ন্তের সংখ্যা চীন দাবি করেছে, আসলে নাকি তার থেকে অনেক বেশি আক্রা’ন্ত হয়েছে ওই দেশে। লিক হয়ে যাওয়া একটি ডেটা বেস থেকে জানা গিয়েছে, কয়েক লক্ষ আক্রা’ন্তের সংখ্যা লুকিয়েছে চীন।

ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি থেকে লিক হয়ে যাওয়া ওই তথ্য আনুযায়ী, চীনে অন্তত ৬ লক্ষ ৪০ হাজার আক্রা’ন্ত হয়েছে। কিন্তু চীন দাবি করেছে আক্রা’ন্তের সংখ্যা মাত্র ৮৪,০২৯।

‘ফরেন পলিসি’ ও ‘হানড্রেড রিপোর্টারস’ নামে দুটি সংস্থার কাছে চলে এসেছে সেই তথ্য। আর সেখানেই রয়েছে এক ডেটাবেস। যে ডেটাবেসে চিনের ২৩০টি শহরের ৬ লক্ষ ৪০ হাজার মানুষের এন্ট্রি রয়েছে। তাদের প্রত্যেকের ল্যাটিটিউড, লংগিটিউড উল্লেখ করা আছে। দিন ক্ষণ ধরে তাদের ‘কনমার্ফড’ কেস উল্লেখ করা হয়েছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে হয়েছে এইসব এন্ট্রি।

যেসব লোকেশনের এন্ট্রি রয়েছে, তার মধ্যে হাসপাতাল ছাড়াও রয়েছে হোটেল, সুপার মার্কেট, রেস্তোরাঁ, রেল স্টেশন, স্কুল ইত্যাদি। এমনকি কেএফসি-র ব্রাঞ্চের উল্লেখও রয়েছে সেখানে। প্রত্যেকটা এন্ট্রি যদি একেকটা পজিটিভ কেস হয়, তাহলে তার সংখ্যা ৬ লক্ষ ৪০,০০০।

তবে ওই ডেটাতে কারও নাম উল্লেখ করা হয়নি। তাই, এতগুলি কেসের বিষয়ে নিশ্চিত হতে পারছে না ‘ফরেন পলিসি’ বা ‘হানড্রেড রিপোর্টারস’ নামের ওই দুই সংস্থা। তবে ওই ডেটা বেস কোথাও প্রকাশ করেনি ওই দুই সংস্থা। যদিও সংখ্যাটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে চীনের বিরুদ্ধে যে নতুন করে সন্দেহ বাড়ল, তা বলাই বাহুল্য।

মার্কিন যুক্তরাষ্ট্র একাধিকবার চীনকে জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিউনিটিদের ইউহানের ল্যাবরেটরিতে গিয়ে করোনা ভাইরাসের উৎস সম্পর্কে তদন্তের অনুমতি দিতে। তবে তা নিয়ে রয়েছে ধন্ধ।

ট্রাম্প জানিয়েছে, “আমরা যেতে চাইলে তাঁরা মুখের ওপর না করে দিয়েছে। আমাদের সাহায্য চাই না। আমার মনে হয়েছে সেটা ঠিক আছে কারণ তাঁরা নিশ্চয় জানে তাঁরা কি করছে। এটা নয় বোকামো নয় ইচ্ছাকৃত”।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন, যেহেতু চিনের ইউহান থেকে করোনা সং’ক্রমণ শুরু হয়েছে, তাই চীনের থেকে ক্ষতিপূরণ চাইতে পারে আমেরিকা। তবে তা কি হবে সে বিষয়ে কিছু জানাননি।-কলকাতা২৪×৭

ad

পাঠকের মতামত