322357

বিশ্বকে পাঁচ বার কাঁ’দিয়েছে চীন, আর নয়: কড়া হুঁ’শিয়ারি আমেরিকার

নিউজ ডেস্ক।। করোনা সং’ক্রমণের জন্য চীনকে দায়ী করে কড়া ভাষায় সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন। তিনি বলেন, বিশ্বকে বিগত ২০ বছরে পাঁচবার কাঁদিয়েছে চীন।

আর নয়, এটা বন্ধ হওয়া প্রয়োজন। সারা বিশ্বে আড়াই লাখের বেশি মৃত্যুর দায় চীনের। উহানের গবেষণাগার কিংবা মার্কেট, যেখান থেকেই ম’রণ ভাইরাস ছড়াক না কেন, দায়ভার বেইজিংয়ের। আমরা বারবার চীনের এ আ’ঘাত মেনে নেব না।

গত মঙ্গলবার হোয়াইট হাউস থেকে এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন ওব্রায়েন। তিনি বলেছেন, ‘সার্স, অ্যাভিয়ান ফ্লু, সোয়াইন ফ্লু এখন কভিড, সব সময় সারা বিশ্বকে স্বাস্থ্য বিপর্যয়ের সামনে দাঁড় করিয়েছে চীন।

’ পঞ্চম আ’ঘাতের কথা উল্লেখ না করলেও তথ্য-প্রমাণ খাঁড়া করে চীনকে কোণঠাসা করেছেন মার্কিন উপদেষ্টা।

আমেরিকা চীনে চিকিৎসক দল পাঠিয়ে ভাইরাসের উৎস খোঁজার কথা বললেও সে পথে যেতে নারাজ বেইজিং।

কিন্তু এ নিয়ে পঞ্চমবার চীনের জন্য গোটা বিশ্ব কাঁদছে। তার বক্তব্য, তারা চান না ভবিষ্যতে ফের চীন থেকে অন্য একটি ভাইরাস আসুক। তাই চীনকে সব দিক থেকে সাহায্য করতে প্রস্তুত তারা।

কোনো সময়সীমা না জানাতে পারলেও ওব্রায়েন জানিয়েছেন, ভাইরাসের উৎসজনিত মজবুত প্রমাণ সংগ্রহের কাজ চলছে।

ad

পাঠকের মতামত