321957

খাবার না পেয়ে গাছের পাতা খেয়ে প্রাণ বাঁ’চালেন বৃদ্ধ

ডেস্ক রিপোর্ট।। করোনা মহামারিতে লকডাউনের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। এতে চরম বিপাকে পড়ে খেটে খাওয়া মধ্য ও নিম্নবিত্ত মানুষ। এমনিই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা।

দু’দিন অভুক্ত থাকার পরও যখন এতটুকু খাবার জোটেনি, তখন উপায় না পেয়ে গাছের পাতা ছিঁড়ে মুখে দেন বৃদ্ধ। পানি দিয়ে ওই পাতা গিলে কোনও রকমে টিকিয়ে রেখেছেন নিজের প্রাণটা।

কলকাতা স্টেশনের ঠিক বাইরের এ ঘটনা। লকডাউনে কলকাতায় আটকে পড়ে এভাবেই কয়েকটা দিন কাটিয়েছেন উত্তরপ্রদেশের নাকাপুরা গ্রামের বাসিন্দা বৃদ্ধ গোরক্ষ সিং।

ঘটনাচক্রে রাজারহাটের আসাদুল ও ফারুকের চোখে পড়ে বৃদ্ধের পাতা খাওয়ার দৃশ্য। এরপর থেকে তারা দু’জনে গোরক্ষসহ কলকাতা স্টেশনে আটকে পড়া ২৬ জন মানুষের জন্য খাবারের ব্যবস্থা করে যাচ্ছেন। এছাড়া সকালে পুলিশ ও স্থানীয় প্রশাসনের তরফ থেকে খাবার দেয়া হচ্ছে। আর রাতে আসাদুল ও ফারুক নিয়মিত খাবার দিচ্ছেন তাদের।

জানা গেছে, প্রায় আশি বছর বয়সী গোরক্ষ সিং উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন এক ব্যক্তির কাছ থেকে টাকা নিতে। সাত বছর আগে রাজমিস্ত্রির কাজ করেছিলেন সেই বাড়িতে, টাকা বাকি ছিল।

লকডাউনের আগে ট্রেনে কলকাতায় নামেন। বিধান নগর স্টেশন লাগোয়া ওই ব্যক্তির বাড়িতে যান। কিন্তু টাকা মেলেনি। এরপরই লকডাউনে শহরে আটকে পড়েন বৃদ্ধ। ঠাঁই হয় কলকাতা স্টেশনে।

দেশে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লিতে। দিল্লির প্রায় সব কটি জেলাই আ’ক্রান্ত। সব মিলিয়ে হট স্পটের সংখ্যা শতাধিক।

ad

পাঠকের মতামত