321935

করোনার প্রভাবে ‘এইডস’ এ মা’রা যেতে পারে ১০ লাখ মানুষ : হু

ডেস্ক রিপোর্ট।। মহামারি করোনাভাইরাসে ব্যতিব্যস্ত গোটা বিশ্ব। করোনা নিয়ন্ত্রণ করতে গিয়ে এইডস ও যক্ষ্মার মতো অন্যান্য জটিল রোগের চিকিৎসা ব্যহত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ও ইউএনএইডস এর নতুন এক গবেষণায় দেখা গেছে করোনাভাইরাসের প্রভাবে এইডস সম্পর্কিত রোগে সাব-সাহারান আফ্রিকায় (সাহারা নিম্ন আফ্রিকা) ২০২০-২০২১ সালের মধ্যে অতিরিক্ত ৫ লাখ মানুষের মৃ’ত্যু হতে পারে।

তাতে ২০০৮ সালে ঐ অঞ্চলে এইডস সম্পর্কিত রোগে মা’রা যাওয়া সর্বোচ্চ ৯ লাখ ৫০ হাজারের রেকর্ড ছাড়িয়ে ১০ লক্ষাধিক মানুষের মৃ’ত্যু হতে পারে। আর এটার প্রভাব থাকতে পারে পরবর্তী পাঁচ-ছয় বছর।

হু জানিয়েছে করোনা নিয়ন্ত্রণ করতে গিয়ে বিভিন্ন হাসপাতালে এইডস সম্পর্কিত রোগীদের জীবন বাঁ’চানোর জরুরি থেরাপি ‘এন্টিরেট্রোভাইরাল থেরাপি’ দেওয়া যাচ্ছে না।

এভাবে যদি ছয় মাস চলে তাহলে ওই অঞ্চলে অতিরিক্ত ৫ লাখ মানুষের মৃ’ত্যু হবে। পাশাপাশি এইডস নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য যে তহবিল রয়েছে সেটার টাকাও করোনাভাইরাসের পেছনে ব্যয় হওয়ার ‘শ’ঙ্কা রয়েছে।

হু ও ইউএনএইডস এর পাঠানো যৌথ বিবৃতি থেকে জানা যায়, ২০১৮ সাব-সাহারান আফ্রিকায় ২ কোটি ৫৭ লাখ মানুষ এইডসে আ’ক্রা’ন্ত ছিলো।

তার মধ্যে ১ কোটি ৬৪ লাখ মানুষ নিয়মিত ‘এন্টিরেট্রোভাইরাল থেরাপি’ নিতো। সে বছর ওই অঞ্চলে ৪ লাখ ৭০ হাজার মানুষ এইডস সম্পর্কিত রোগে মা’রা গিয়েছিল।

এই অতিরিক্ত ৫ লাখ মানুষের মৃ’ত্যু ঠেকাতে পারে করোনাভাইরাস পরীক্ষার কিট সহজলভ্য করা। করোনার চিকিৎসা সহজলভ্য করা।

হাসপাতালগুলোতে করোনার পাশাপাশি অন্যান্য জটিল রোগে আ’ক্রান্তদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করার মাধ্যমে।

ad

পাঠকের মতামত