320102

কুয়েতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা আবেদনের মেয়াদ বাড়ছে না

প্রবাস ডেস্ক।।  কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগের ঘোষণা অনুযায়ী সাধারণ ক্ষমার সময়সীমা ০১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ছিল।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কুয়েতে ১ লাখ ৬০ হাজার অবৈধ অভিবাসীদের মধ্যে এবার ২০২০ এর সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন ২৫ হাজার অবৈধ অভিবাসীরা।

তবে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার অবৈধ অভিবাসীরা সাধারণ ক্ষমার সুযোগ নেয়া থেকে বিরত রয়েছেন।

উল্লেখ্য, কুয়েতে প্রায় ১৫ থেকে ১৭ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশীদের মধ্যে ২০১৮ সালের সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছিলেন ৮ হাজার বাংলাদেশি। এবার ২০২০ সালের সাধারণ ক্ষমায় এ পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশিরা সাধারণ ক্ষমার আবেদন করেছেন। এদের মধ্যে প্রায় ২৫০ জন বাংলাদেশি কুয়েত সরকারের সার্বিক সহযোগিতায় নিজ দেশে ফিরেছেন। উৎস: সময়টিভি।

ad

পাঠকের মতামত