
সৌদিতে করোনায় আরও এক রেমিটেন্স যো’দ্ধার মৃ’ত্যু
প্রবাস ডেস্ক।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের মৃ’ত্যুর মিছিল দীর্ঘায়িত হচ্ছে। নতুন করে মিজানুল আলম (৪৬) নামে আরও এক প্রবাসী করোনায় আ’ক্রা’ন্ত হয়ে মা’রা গেছে দেশটিতে।
মোট ৫২ জন বাংলাদেশি সৌদি আরবে করোনা আ’ক্রা’ন্ত হয়ে মা’রা গেলেন এখন পর্যন্ত।
দাম্মাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন মিজানুল। গত ১৪ দিন আগে হাসপাতালে ভর্তির সময় একটি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। করোনায় আ’ক্রা’ন্ত হওয়ার খবর জানিয়েছিলেন।
গত ৫দিন যাবৎ দাম্মাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন মিজানুল। গতকাল বুধবার তার মৃ’ত্যু হয়।
মিজানুলের চাচা ফজলুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মিজানুল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের ঘোপালঘাটা গ্রামের বাসিন্দা।