
রংপুরের ৮০ বছরের বৃদ্ধ বাড়ি ফিরলেন করোনাকে জয় করে
নিউজ ডেস্ক।। করোনাকে জয় করে বাড়ি ফিরলেন রংপুরের ৮০ বছরের বৃদ্ধ মোসলেম উদ্দিন। বুধবার দুপুরে নগরীর সদর হাসপাতালে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেন সেখানকার চিকিৎসকেরা। তিনি গত নয় দিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউপির আউলিয়াগঞ্জে।
রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেসন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরু ন্নবী জানান, মোসলেম উদ্দিন সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। অসুস্থ অবস্থায় ঢাকায় থেকে গত ১ এপ্রিল রংপুরে এসে নগরীর খামার এলাকায় মেয়ে জামাইয়ের বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে জ্বর, সর্দি, ও কাশিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। ১৪ এপ্রিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তার করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করা হয়। ১৬ এপ্রিল তার করোনা শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
তিনি আরো জানান, ২০ এপ্রিল তাকে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে রেফার্ড করা হয়। ৯ দিন চিকিৎসাধীন থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হবার পর দুইবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলো।
বুধবার দুপুরে হাসপাতাল ছাড়ার সময় মোসলেম উদ্দিনকে চিঠি ও ফুল দিয়ে বিদায় জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন্নবীসহ সেখানকার চিকিৎসকেরা।