319808

করোনায় মৃত্যুতে চীনকে ছাড়াল ব্রাজিল, ক্ষমা চেয়ে প্রেসিডেন্ট বললেন ‘আমি কী করব?’

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় মৃত্যুর সংখ্যা উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে ব্রাজিল। লাতিন আমেরিয়ায় ব্রাজিলেই সবচেয়ে বেশি আক্রা’ন্ত ও প্রাণহা’নির ঘটনা ঘটল। দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরু’দ্ধে প্রাণঘা’তী এই মহামা’রী মো’কাবিলায় গুরুত্ব না দেয়ার অ’ভিযো’গ রয়েছে। তো’পের মুখে পড়ে প্রেসিডেন্ট ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন।

বিবিসি জানায়, গত ২৪ ঘণ্টায় সরকারি হিসাব অনুযায়ী ব্রাজিলে মা’রা গেছেন আরও ৪৭৪ জন। এখন পর্যন্ত মা’রা গেছেন মোট ৫ হাজার ১৭ জন। প্রায় ৭২ হাজার মানুষ দেশটিতে কোভিড-১৯ এ আক্রা’ন্ত হয়েছেন। অন্যদিকে চীনে করোনা ভাইরাসে আক্রা’ন্ত হয়ে মা’রা গেছেন ৪ হাজার ৬৩৩ জন। দেশটিতে আক্রা’ন্ত হয়েছেন ৮৩ হাজার ৯৪০ জন।

তবে চীনের বিরু’দ্ধে তথ্য লুকা’নোর অভিযোগও রয়েছে। মঙ্গলবার ব্রাজিলে রেকর্ড ৪৭৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিন রেকর্ড সংখ্যক মৃত্যুর বিষয়ে বোলসোনারোকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। প্রেসিডেন্টের জবাব ছিল অনেকটা এ রকম, ‘তাতে কী হয়েছে? আমি দুঃখিত।’ এসময় সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আমাকে আপনারা কী করতে বলেন?’

পরে মিডিয়াকর্মীদের তো’পের মুখে পড়েন। শুরু থেকেই করোনা মহামা’রিকে খুব একটা গুরুত্ব দেননি ব্রাজিলের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মত একে ‘সামান্য ফ্লু’ মন্তব্য করে মহামারি নিয়ন্ত্রণে লকডাউনেরও বিরো’ধিতা করেছিলেন তিনি। লকডাউন সমর্থন করায় স্বাস্থ্যমন্ত্রীকে বাদ দিয়ে দেন তিনি। ১৬ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী লুইজ হেনরিক ম্যানডেটাকে বরখা’স্ত করেন বোলসোনারো। এ নিয়ে ব্যা’পক ক্ষো’ভ সৃষ্টি হয় দেশটির জনসাধারণের মধ্যে। সূত্র : রয়টার্স

ad

পাঠকের মতামত