
রমজান মাসেই খুলে দেওয়া হচ্ছে মসজিদ আল হারাম ও মসজিদে নববী!
নিউজ ডেস্ক: চলতি রমজান মাসে খুব শীঘ্রই সৌদি আরবের পবিত্র দুই মসজিদ মসজিদ আল হারাম এবং মসজিদে নববী নামাজ ও সকল ইবাদতের জন্য খুলে দেয়া হতে পারে! পবিত্র মসজিদদ্বয়ের জিম্মাদার কমিটির সদস্য শেখ আব্দুর রহমান আল সুদাইস মসজিদ দুটি খুলে দেয়ার সম্ভাবনার ব্যাপারে জানিয়েছেন !
সৌদি আরবের করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় গত ২২ মার্চ থেকে এই পবিত্র মসজিদ দুটিতে জামাতে নামাজ পড়া, ইতেকাফ, এবং সর্বসাধারনের প্রবেশ নিষিদ্ধ করা হয়। রমজান মাসে তারাবীর নামাজের অনুমতি মেলে খুব সীমিত পরিসরে। দীর্ঘদিনের ঐতিহ্য রমজানে হাজার হাজার রোজাদারের ইফতারের ব্যবস্থাও এবার বন্ধ রাখা হয়েছে সঙ্গত কারণেই। মসজিদে ইফতারও করা হচ্ছে না এই রমজানে।
তবে, সৌদি আরবের পবিত্র মসজিদদ্বয় এর দায়িত্বে থাকা কমিটির প্রেসিডেন্সি সদস্য শেখ আব্দুর রহমান আল সুদাইস জানিয়েছেন, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে এই পবিত্র মসজিদ দুটি সকলের জন্য উম্মুক্ত করে দেয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, হয়তো রমজান মাস উপলক্ষ্যে সকলের ইবাদতের জন্য মসজিদ আল হারাম ও মসজিদে নববী খুলে দেয়া হবে, যাতে করে সকলে নামাজ, তাওয়াফ, তারাবীহ সহ সকল ইবাদত করতে পারেন।
তবে, একইসাথে তিনি জানিয়েছেন, এবিষয়ে এখনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, মুসল্লদির প্রতি তিনি আরেকটু ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন। কারণ, মসজিদ বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে ও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এগুলো সকলের ভালোর জন্য, এবং সবাইকে সুরক্ষিত রাখার জন্যই। কাজেই, এব্যাপারে তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নেবে না কমিটি।
ইতিমধ্যেই রমজান মাস উপলক্ষ্যে সৌদি আরবে চলাকালীন কারফিউ এর সময় পরিবর্তন করা হয়েছে, এবং নির্দিষ্ট সময়ে সবাইকে চলাফেরা করার ও সকল প্রকার দোকানপাট খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে। এছাড়াও খোলা থাকবে সকল শপিং মল, এবং কারফিউ এর কড়াকড়ি থাকছে না সর্বত্র। এমতাবস্থায় সৌদি আরবের পবিত্র দুই মসজিদ মসজিদ আল হারাম ও মসজিদে নববী তে জামাতের সাথে নামাজ পড়ার ও তারাবীহ এর সালাত আদায়ের ইচ্ছা পোষণ করেছেন মক্কা ও মদিনা বাসী।